চূড়ান্ত লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আজ রোববার লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত রং উৎপাদক প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের। আগামীকাল থেকে কোম্পানিটির লেনদেন স্বাভাবিকভাবে চলবে। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ মার্চ সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশের সুপারিশ করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। ঘোষিত চূড়ান্ত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ২৪ আগস্ট সকাল ১০টায় ডিজিটাল মাধ্যমে এজিএম আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আজ।
এর আগে আলোচ্য হিসাব বছরের প্রথম নয় মাসের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের ৩০০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে বার্জার পেইন্টসের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৯০ কোটি ৬৯ লাখ টাকার বেশি। যেখানে আগের হিসাব বছরে মুনাফা ছিল ২৬৬ কোটি ৯১ লাখ টাকার বেশি।