সংঘবিধি সংশোধনে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ইজিএম কাল

নিজস্ব প্রতিবেদক

সংঘবিধি সংশোধনে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামীকাল সকাল ১০টা ৪৫ মিনিটে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। একই সঙ্গে সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত ২৫ শতাংশ নগদ লভ্যাংশ আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এদিন বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে প্রতিষ্ঠানটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৬২ পয়সা, যা আগের বছর একই সময় ছিল টাকা ৯২ পয়সা (পুনর্মূল্যায়িত)

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন