স্বাস্থ্য সুরক্ষায় স্মার্টওয়াচে নতুন ফিচার আনবে হুয়াওয়ে

বণিক বার্তা ডেস্ক

স্বাস্থ্য সুরক্ষায় শিগগিরই স্মার্টওয়াচে আরো কিছু ফিচার যুক্ত করবে হুয়াওয়ে। এসব ফিচারের মধ্যে রক্তের শর্করা পরিমাপ, ফুসফুসের কার্যক্রম অধিক উচ্চতায় স্বাস্থ্যগত ব্যবস্থাপনার নির্দেশনা থাকবে। খবর গিজমোচায়না।

ব্যবহারকারীদের স্বাস্থ্য পর্যবেক্ষণে এসব ফিচারের পাশাপাশি আরো কিছু বিষয় হুয়াওয়ের ট্রুসিন সিস্টেমের সঙ্গে যুক্ত হবে। বাজারে থাকা অন্য প্রচলিত ব্র্যান্ডের তুলনায় হুয়াওয়ের স্মার্টওয়াচে থাকা ব্যাটারির কার্যক্ষমতা বেশি। উদাহরণস্বরূপ হুয়াওয়ে জিটি প্রো স্মার্টওয়াচটি একবারের চার্জে ১৪ দিন ব্যাকআপ দিতে পারে। যেখানে অন্যান্য প্রতিষ্ঠানের ডিভাইস ২৪ ঘণ্টা ব্যাকআপ দেয়।

হুয়াওয়ের স্মার্টওয়াচগুলোয় নতুন স্বাস্থ্য সুরক্ষা ফিটনেস ফিচার যুক্ত হলে সেগুলো বাজারে আরো ভালো অবস্থান তৈরি করবে বলে ধারণা সংশ্লিষ্টদের। সম্প্রতি চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানটি নতুন ফিচারগুলোর বিস্তারিত তথ্য উপস্থাপন করেছে। প্রতিষ্ঠানটি তাদের স্মার্টওয়াচের জন্য হাইপারগ্লাইসেমিক রিস্ক স্ক্রিনিং এবং রক্তে শর্করার পরিমাণ যাচাইকরণ ফিচার যুক্তে কাজ করছে। যদি কোনো সমস্যা ধরা পড়ে, সে বিষয়ে সতর্কতামূলক বার্তা দেয়া হবে।

নন-ইনভেসিভ ব্লাড গ্লুকোজ মনিটরিং ফিচারযুক্ত স্মার্টওয়াচ তৈরিতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে তুমুল প্রতিযোগিতা চলছে। সম্প্রতি হুয়াওয়ে যাত্রায় তাদের রেকর্ড তৈরির ইঙ্গিত দিয়েছে। ব্যবহারকারীর কাছ থেকে যেসব তথ্য সংগ্রহ করা হবে, সেগুলোর সংমিশ্রণের মাধ্যমে কেউ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি রোগে আক্রান্তের ঝুঁকিতে রয়েছে কিনা সেটি নির্ধারণে ফুসফুসের কার্যক্রম তদারকের পদ্ধতিটি কাজ করবে।

অতি উচ্চতায় যাদের ভয়, তাদের জন্য হাই আলটিটিউড হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম আনা হচ্ছে। একেক ধরনের উচ্চতায় কম বাতাসের মধ্যে ব্যবহারকারীর শরীর কেমন প্রতিক্রিয়া জানাচ্ছে, সেটিও জানা যাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন