ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রাশিয়ার হামলা, আহত ৪

বণিক বার্তা অনলাইন

পশ্চিম ইউক্রেনের ইয়াভোরিভ সামরিক ঘাঁটিতে রাশিয়ার হামলায় চারজন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার একটি ভিডিও বার্তায় অঞ্চলটিক গভর্নর ম্যাক্সিম কোজিটস্কি এ তথ্য জানান। 


লভিভের গভর্নর ম্যাক্সিম কোজিটস্কি বলেন, কৃষ্ণসাগর থেকে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। যার মধ্যে চারটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই দুটি বাধা দিয়ে ধ্বংস করা হয়।


এক ইউক্রেনীয় কর্মকর্তা বলেন, গত মার্চে ইয়াভোরিভের নিকটে একটি সামরিক বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার হামলায় ৩৫ জন নিহত এবং কমপক্ষে ১৩০ জন আহত হয়েছিলেন। 


চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ ঘোষণার পর ইউক্রেনের শহর, গোলাবারুদ ডিপো এবং অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুরতে হামলার জন্য স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইস্কান্দার (ক্ষেপণাস্ত্র) মোতায়েন করেছে রাশিয়া। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে, এমনকি বেলারুশ থেকেও হামলা চালানো শুরু হয়। ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা। পাশাপাশি সেভেরোদোনেৎস্ক, দনবাস, লুহানস্ক শহরেও হামলা চালিয়েছে রুশ বাহিনী।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন