বংশালে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বংশালের আগাসাদেক লেন এলাকার একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ ভোর ৪টার দিকে এই ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন মো. ইসরাফিল (৬২), মোছাম্মদ সালমা বেগম (৫০), মোছা. শাহজাদী আক্তার (৩৫) ও মো. ইমরান হোসেন (২৮)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ইসরাফিলের ভাতিজা মো. তারেক জানান, গ্যাস লিকেজ থেকে হঠাৎ আগুন লেগে যায়। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সকাল ছয়টার দিকে নিয়ে এলে তাদের চারজনকেই ভর্তি দেয়া হয়েছে। কিভাবে আগুন লেগেছে এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, বংশালের আগাসাদেক রোড একটি বাসায় একই পরিবারের চারজন দগ্ধ হয়ে বার্নে এসেছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ও আরো দুজনের অবস্থা শঙ্কামুক্ত বলা যাবে না। তাদের চারজনকে ভর্তি দেয়া হয়েছে। তাদের শরীরে ৫০ শতাংশ থেকে ১৫ শতাংশ দগ্ধ  হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন