
ইরানের দক্ষিণ উপসাগরীয় অঞ্চলে
পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার
ভোরে দক্ষিণ উপসাগরীয় জলসীমা ভূমিকম্পে কেঁপে ওঠে। রাষ্ট্রীয়
টেলিভিশন চ্যানেল এ খবর জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। খবর রয়টার্স।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ২২ কিলোমিটার গভীরে। চারাক
বন্দর ও কিশ দ্বীপের মধ্যববর্তী স্থানে এটি আঘাত হানে।
সরকারি এক কর্মকর্তা জানান, অঞ্চলটিতে গত ১০ দিনে অন্তত একশ বার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
গত কয়েক বছরে এ অঞ্চলে অনেকগুলো বিধ্বংসী ভূমিকম্প সংঘটিত হয়েছে। অঞ্চলটির ভৌগলিক অবস্থার কারণেই এমনটি ঘটছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গেল সপ্তাহে পরপর দুটি ভূমিকম্প
আঘাত হানে পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানে। এ ঘাটনায় হাজারের বেশি
মানুষের মৃত্যু এবং ১৫০০ জন আহত হয়েছে। এখনো সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি দেশটি।