ইরানের দক্ষিণ উপসাগরীয় অঞ্চলে ৫.৬ মাত্রার ভূমিকম্প

ইরানের দক্ষি উপসাগরীয় অঞ্চলে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার ভোরে দক্ষিণ উপসাগরীয় জলসীমা ভূমিকম্পে কেঁপে ওঠে। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এ খবর জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতিতথ্য জানা যায়নি। খবর রয়টার্স।


ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ২২ কিলোমিটার গভীরে। চারাক বন্দর ও কিশ দ্বীপের মধ্যববর্তী স্থানে এটি আঘাত হানে


সরকারি এক কর্মকর্তা জানান, অঞ্চলটিতে গত ১০ দিনে অন্তত একশ বার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।


গত কয়েক বছরে এ অঞ্চলে অনেকগুলো বিধ্বংসী ভূমিকম্প সংঘটিত হয়েছে। অঞ্চলটির ভৌগলিক অবস্থার কারণেই এমনটি ঘটছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গেল সপ্তাহে পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানে। এ ঘাটনায় হাজারের বেশি মানুষের মৃত্যু এবং ১৫০০ জন আহত হয়েছে। এখনো সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি দেশটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন