নরওয়ের নাইটক্লাবে বন্দুক হামলা, নিহত ২

বণিক বার্তা অনলাইন

ছবি: এপি

নরওয়ের একটি নাইটক্লাবে বন্দুক হামলায় জন নিহত হয়েছে রাজধানী অসলোর ওই নাইটক্লাবে শনিবার সকালের দিকে ওই হামলায় আহত হয়েছে আরও ১৪ জন নরওয়ে পুলিশের বরাতে জানা গেছে, বার্ষিক প্রাইড প্যারেড আয়োজনের প্রস্তুতির সময় বন্দুক হামলা হয় খবর এপি

পুলিশের মুখপাত্র তোরে বারস্তাদ বলেন, সন্দেহবাজন এক হামলাকারীকে আটক করা হয়েছে। এতে আরও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। 

অসলোর মাঝামাঝিতে অবস্থিত দ্য লন্ডন পাবটি সমকামীদের জনপ্রিয় পাব হিসেবে পরিচিত ছিল। শনিবার দিনের শেষভাগে বার্ষিক প্রাইড প্যারেডের প্রস্তুতি উপলক্ষে এতে বেশ জনসমাগম হয়েছিল।

ওলাভ রোয়েনবার্গ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি এক ব্যক্তিকে ব্যাগসহ প্রবেশ করতে দেখেছি। দেখলাম তিনি ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি ছুড়তে লাগলেন। প্রথমে মনে করেছিলাম এটা কোন এয়ার গান। কিন্তু বারের পাশের একটি কক্ষের গ্লাস তছনছ হতে দেখে হামলার বিষয়টি বুঝতে পারলাম। তারপর সেখান থেকে পালালাম।

হামলার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। দুজনের মৃত্যুর বিষয়টি এক টুইটে নিশ্চিত করেছে অসলো পুলিশ। আহত ১৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন