শুরু হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান

বণিক বার্তা অনলাইন

ছবি : সংগৃহীত

শুরু হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের মূলপর্ব। মুন্সীগঞ্জের মাওয়ায় সকাল ১০টা থেকে শুরু হয়েছে অনুষ্ঠান। সুধী সমাবেশে সেতুর উদ্বোধন ঘোষণা দিতে অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মঞ্চে উপস্থিত আছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম।

 

আজ দেশের সবচেয়ে বড় এ যোগাযোগ অবকাঠামোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার পদ্মা সেতু খুলে দেয়া হবে চলাচলের জন্য। পদ্মার দুই তীরের পাশাপাশি সারা দেশে তাই উত্সবের সাজ।

 

প্রায় সাড়ে তিন হাজার অতিথিকে মাওয়া প্রান্তে সুধী সমাবেশের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সেতুর টোল প্লাজার কিছুটা আগে এক পাশে অস্থায়ী প্যান্ডেল করে অতিথিদের বসার ব্যবস্থা হয়েছে। সরকারের মন্ত্রী, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা এবং আমন্ত্রিত অতিথিরা সুধী সমাবেশ স্থলে পৌঁছে গেছেন আগেই।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন