নওগাঁ ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

বণিক বার্তা প্রতিনিধি, নওগাঁ ও বগুড়া

নওগাঁয় ট্রাক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার শিক্ষকসহ পাঁচজন নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টায় সদর উপজেলার বাবলাতলি মোড়ে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষকরা প্রত্যেকেই জেলার নিয়ামতপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত ছিলেন। নিহতরা হলেন পানিহারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন (৪৭), বেলগাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন (৫৮), গুজিশহর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল (৩৫) আমকুড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক লেলিন। ঘটনায় নিহত অটোরিকশাচালক সেলিম (৪৫) নিয়ামতপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, জেলার নিয়ামতপুর উপজেলা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে নওগাঁ টিচার্স ট্রেনিং সেন্টারে (পিটিআই) প্রশিক্ষণ নিতে আসছিলেন কয়েকজন শিক্ষক। সকাল ৮টার দিকে সদর উপজেলার বাবলাতলি মোড়ে অটোরিকশাটি পৌঁছলে নওগাঁ শহর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চার শিক্ষকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় সড়কে ছিটকে পড়ে নূরজাহান নামের একজন শিক্ষক আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে তাত্ক্ষণিক নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নওগাঁ সদর থানার ওসি তদন্ত রাজিবুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বগুড়া শহরের তিনমাথায় ট্রাকচাপায় এক মোটরসাইকেলচালক শিবগঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। পৃথক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ পুলিশ উদ্ধার করে আইনি প্রক্রিয়াশেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বগুড়া শহরতলির তিনমাথা রেলগেট এলাকায় মোটরসাইকেলচালক মিতানুর রহমান (৫০) বগুড়ার শিবগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুরে ফয়সাল আহম্মেদ ফিতুল () নামের শিশু নিহত হন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন