হেডিংলিতেও সেই বেয়ারস্টো ঝড়

ক্রীড়া ডেস্ক

ট্রেন্ট ব্রিজ টেস্টে মাত্র ৯২ বলে ১৪ চার ও ৭ ছক্কায় ১৩৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে ইংল্যান্ডকে অবিশ্বাস্য জয় এনে দেয়া জনি বেয়ারস্টো হেডিংলিতেও জ্বলে উঠেছেন, সেঞ্চুরি করলেন মাত্র ৯৫ বলে। তাও দলের বিপর্যয়ের সময়! নিউজিল্যান্ডের ৩২৯ রানের জবাব দিতে নেমে ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। ঝড়ো ব্যাটিংয়ে সেই বিপর্যয় থেকে স্বাগতিকদের টানেন এই হার্ডহিটার। তাকে যোগ্য সঙ্গ দেন জেমি ওভারটন। এ প্রতিবেদন লেখার সময় ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৪৩ ওভারে ৬ উইকেটে ২৩৫। কিউইদের চেয়ে তারা তখনো পিছিয়ে ৯৪ রানে।

 

এ প্রতিবেদন লেখার সময় বেয়ারস্টো ও ওভারটন ৩১ ওভার অবিচ্ছিন্ন থেকে ১৮০ রান যোগ করেন। এর মধ্যে বেয়ারস্টো ১০০ বলে ১০৬ ও ওভারটন ৯৬ বলে ৮৫ রান করেন। বেয়ারস্টো ইনিংসটি সাজান ১৬ চারের সাহায্যে। ওভারটন ১২ চারের সঙ্গে দুটি ছক্কা হাঁকান।

 

এর আগে ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে ভর করে ৩২৯ রান করে নিউজিল্যান্ড। স্পিনার জ্যাক লিচ ১০০ রানে পাঁচ উইকেট নেন, স্টুয়ার্ট ব্রড নেন তিনটি উইকেট।

 

প্রথম দুই টেস্ট জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বেন স্টোকসের ইংল্যান্ড।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন