আবারও ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

বণিক বার্তা অনলাইন

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। স্থানীয় সময় আজ শুক্রবার সকালে পূর্ব আফগানিস্থানে নতুন এ ভূমিকম্পে পাঁচজন নিহত হয়েছে। খবর রয়টার্স।


আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সারাফাত জামান বলেন,  এ ভূমিকম্পটি হয়েছে গত বুধবারের ৬.১ রিখটার স্কেলের ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে। দেশটির গায়ান জেলার পাকতিকা প্রদেশের এ ভূমিকম্পে প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।


ইউএসজিএসের তথ্য অনুযায়ী, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৩ রিখটার স্কেলে এ ভূমিকম্পটি হয়েছে।


এর আগে গত বুধবার ৬ দশমিক ১ রিখটার স্কেলের ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় আফগানিস্তানের কাবুল শহর ও আশেপাশের প্রায় ১৬০ কিলোমিটার এলাকা। ভূমিকম্পের কবলে ১ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে অসংখ্য মানুষ ।


ভূমিকম্পে দেশটির দক্ষিণ-পূর্ব পাকতিকা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে জাতিসংঘ জরুরি আশ্রয় ও খাদ্য সহায়তা দেয়া শুরু করেছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, আফগানিস্তানে গত এক দশকে ভূমিকম্পে সাত হাজার মানুষ নিহত হয়েছেন। প্রতিবছর গড়ে দেশটিতে এ দুর্যোগে ৫৬০ জনের মৃত্যু হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন