কভিড-১৯

চার মাসের মধ্যে ভারতে সর্বোচ্চ সংক্রমণ

বণিক বার্তা অনলাইন

ভারতে ফের বাড়ছে কভিড-১৯ রোগীর সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে চার মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। একই সঙ্গে আরো ১৩ জন রোগীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আজ শুক্রবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর এ তথ্য দিয়েছে। খবর রয়টার্স। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় সেখানে ১৭ হাজার ৩৩৬ জন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর আগে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি ভারতে ২২ হাজার ২৭০ জন মানুষের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া যায়। এরপর থেকে ধীরে সংক্রমণ কমতে থাকে। চারমাস পর আজ সংক্রমণ ফের ১৭ হাজার ছাড়িয়েছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, গতকাল বৃহস্পতিবার দেশটিতে ১৩ হাজার ৩১৩ জন নতুন কভিড রোগী শনাক্ত হয়েছিল। একদিনের ব্যবধানে রোগী বেড়েছে ৪ হাজারেরও বেশি। 

ভারতের সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্রে বুধবার ৫ হাজার ২০০ নতুন রোগী শনাক্ত হয়েছে বলে রাজ্যটির কর্তৃপক্ষ জানিয়েছে। এদের মধ্যে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে পাওয়া গেছে ২৪৭৯ জন রোগী।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন