চীনে তিনতলা থেকে গাড়ি পড়ে নিহত ২

বণিক বার্তা অনলাইন

চীনে তিনতলা থেকে বিদ্যুৎচালিত গাড়ি পড়ে দুজন নিহত হয়েছেন। চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিও-এর সাংহাই অফিসে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ওই গাড়ির ভিতরে অবস্থান করেছিল বলে জানিয়েছে নিও। খবর বিবিসি। 

এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা হলেন, কোম্পানির এক কর্মচারী ও সহযোগী কর্মচারী। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিও-এর সাংহাই সদর দপ্তরের তৃতীয় তলা থেকে গাড়ি পড়ে গিয়েছিল। তৃতীয় তলার যে জায়গা থেকে গাড়িটি পড়ে গিয়েছে, সেই জায়গাটিকে শোরুম কিংবা গাড়ি পরীক্ষার স্থান হিসেবে বর্ণনা করছে নিও। 

দুর্ঘটনার পর এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ঘটনার কারণ অনুসন্ধানে অবিলম্বে জননিরাপত্তা বিভাগের সহযোগিতায় তদন্ত শুরু করেছে। এটি একটি দুর্ঘটনা। এর সঙ্গে গাড়ির কোনো সম্পর্ক নেই বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। প্রতিষ্ঠানটি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। নিহতদের প্রতি গভীর সমবেদনা জানানো পাশাপাশি তাদের পরিবারকে সহযোগিতার ঘোষণা দিয়েছে নিও। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন