করোনায় প্রায় পাঁচ লাখ প্রবাসী কাজ হারিয়ে দেশে ফিরেছে —বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জাতীয় সংসদে জানিয়েছেন, মহামারী করোনার আবির্ভাবের পর থেকে প্রায় পাঁচ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশী কর্মী কর্মসংস্থান হারিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন। গতকাল ফরিদপুর- আসনের সংসদ সদস্য মনজুর হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

সরকারদলীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেন, বর্তমান সরকারের নানামুখী কূটনীতিক তত্পরতায় ২০২২ সালের মে পর্যন্ত লাখ হাজার ৯৭৯ জন অভিবাসী কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করেছেন।

চট্টগ্রাম- আসনের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, মে ২০২২ পর্যন্ত বর্তমানে বিশ্বে ৮৪টি দেশে মোট ১০ লাখ ৫০ হাজার ৮১৯ জন বাংলাদেশী নারী শ্রমিক কাজ করছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন