কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হত্যা মামলায় ৬ জঙ্গির মৃত্যুদণ্ড

বণিক বার্তা ডেস্ক, কুড়িগ্রাম

দীর্ঘ ছয় বছর পর কুড়িগ্রামে জঙ্গি হামলায় নিহত বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে ছয় জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল জেলা দায়রা জজ আব্দুল মান্নান রায় দেন।

রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন পাবলিক মামলার সাত আসামির মধ্যে পাঁচ আসামি রাজীব গান্ধী, রিয়াজুল ইসলাম ওরফে মেহেদী, ফিরোজ হাসান ওরফে মোখলেছ, মাহাবুব হাসান মিলন আবু নাছির ওরফে রুবেলকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়েছে।

এছাড়া আসামি গোলাম রব্বানী পলাতক রয়েছেন। আরেক আসামি সাদ্দাম হোসেন আইনশৃ-ঙ্খলা রক্ষাকারী াহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় মামলা থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন জানান, বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা আত্মস্বীকৃত জেএমবি সদস্য। হত্যা মামলায় মৃত্যুদণ্ড বিস্ফোরক মামলায় কারাদণ্ড দিয়েছেন আদালত। 

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ মার্চ সকাল ৭টার দিকে কুড়িগ্রাম জেলা শহরের গড়ের পাড় এলাকায় প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন মুসলিম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী। সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা জঙ্গিরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে জঙ্গিরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন