নেত্রকোনায় রেলসেতু ভাঙার পাঁচদিন পর ট্রেন চলাচল শুরু

বণিক বার্তা প্রতিনিধি, নেত্রকোনা

নেত্রকোনায় বন্যার পানির তোড়ে একটি রেলসেতু ভেঙে যাওয়ার পাঁচদিন পর গতকাল ঢাকা-ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে ট্রেন চলাচল  শুরু হয়েছে। নেত্রকোনার বারহাট্টা রেলস্টেশনের দায়িত্বরত মাস্টার গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৮ জুন সকালে জেলার মোহনগঞ্জ বারহাট্টা উপজেলার অতীতপুর রেলস্টেশনের মাঝামাঝি ইসলামপুরে ২৩ নম্বর রেলসেতুটি বন্যার পানির তোড়ে ভেঙে যায়। ফলে পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেতু ভেঙে পড়ায় মোহনগঞ্জে আটকা পড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন এবং বারহাট্টায় মোহনগঞ্জগামী একটি লোকাল ট্রেন। ঘটনার একদিন পর বারহাট্টা স্টেশন থেকেই ট্রেন চলাচল করে।

বারহাট্টা স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, রেলসেতুটি মেরামতের পর বুধবার পরীক্ষামূলক একটি রেকার ট্রেন ইঞ্জিন চলাচলের পর গতকাল মোহনগঞ্জে আটকা পড়া ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি সকালে ছেড়ে যায়।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন