খালি ক্রেটে খাজনা দাবি

কানসাটে আমচাষী ও ব্যবসায়ীদের মহাসড়ক অবরোধ

বণিক বার্তা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

খালি ক্রেটে (প্লাস্টিকের ঝুড়ি) খাজনা আদায়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করেছেন আমচাষী আড়তদাররা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট আমবাজারে কর্মসূচি পালন করা হয়েছে। খালি ক্রেটে হাটের খাজনা আদায়কে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খালি ক্রেট নিয়ে যাওয়া আম আড়তদার শিপন আলী জানান, কানসাট থেকে একটি ভটভটিযোগে কয়েকশ খালি ক্রেট নিয়ে নওগাঁর সাপাহারে যাচ্ছিলেন। কানসাট গোপালনগর এলাকায় পৌঁছলে কানসাট হাট দৈনিক বাজারের একজন সদস্য হাজার ৬০০ টাকা খাজনা দাবি করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন