জার্মানিতে বস্ত্র বাণিজ্য মেলায় বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠান

সম্প্রতি জার্মানির ফ্রাংকফুর্টে আয়োজিত হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা টেকটেক্সটিল, টেক্সপ্রোসেস হেইমটেক্সটিল সামার স্পেশাল। বস্ত্র খাত সংক্রান্ত আন্তর্জাতিক মেলায় প্রায় হাজার ৩০০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে ১৭টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে রয়েছে এসিএস টেক্সটাইলস, কারুপণ্য রংপুর, মমটেক্স এক্সপো, নোমান টেরি টাওয়েল, জাবের অ্যান্ড জুবায়ের শাবাব ফ্যাব্রিকস মেলায় সরাসরি পণ্য প্রদর্শন করে। অন্যদিকে আনজির টেরি টাওয়েল, অ্যাপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং, ডেবোনায়ের প্যাডিং অ্যান্ড কোয়ালিটি সলিউশন নাইস কম্পোজিট টেক্সটাইল রপ্তানি উন্নয়ন ব্যুরোর ব্যানারে মেলায় অংশগ্রহণ করে। 

হেইমটেক্সটিলের মূল বিষয়বস্তু ছিল টেকসই। টেকটেক্সটিল টেক্সপ্রসেসের মূল বিষয়বস্তু ছিল ডিজিটাল এক্সটেনশন। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন