এয়ারবাসের ৫৬টি উড়োজাহাজ কিনবে ইজিজেট

বণিক বার্তা ডেস্ক

৫৬টি এয়ারবাস এ৩২০নিও উড়োজাহাজ কিনবে ইজিজেট। পাশাপাশি পূর্ববর্তী ক্রয়াদেশটিকে ১৮টি নতুন এ৩২১নিও উড়োজাহাজে রূপান্তরিত করবে ব্রিটিশ স্বল্প ব্যয়ের উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। এর মাধ্যমে সংস্থাটি ২০১৩ সালে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির বিকল্পগুলো পূরণ করবে। খবর রয়টার্স।

ব্রিটিশ এয়ারলাইনসটি বলেছে, প্রস্তাবিত ক্রয়াদেশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের ওপর নির্ভর করছে। অনুমোদিত হলে এয়ারবাসের সঙ্গে ২০২৮ সালের মধ্যে সরবরাহের চুক্তি স্বাক্ষর হবে। তালিকামূল্যের হিসাবে এটি ৬৫০ কোটি ডলারের চুক্তি। যদিও এসব বড় ক্রয়াদেশে এয়ারলাইনসগুলো তালিকামূল্যে ছাড় পেয়ে থাকে।

ইজিজেট ২০২৬ আর্থিক বছরে পুরনো এ৩১৯ এ৩২০ উড়োজাহাজ প্রতিস্থাপন করা শুরু করবে। বিশ্বজুড়ে কভিডজনিত বিধিনিষেধ তুলে নেয়ার পরে উড়োজাহাজ ভ্রমণ ব্যাপক হারে বেড়েছে। চাহিদা মেটাতে ইউরোপীয় এয়ারলাইনস বিমানবন্দরগুলো হিমশিম খাচ্ছে। এরই মধ্যে গ্রীষ্মের সময়সূচির বেশকিছু ফ্লাইট বাতিল করেছে ইজিজেট।

উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস বোয়িং উৎপাদন বাড়াতেও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। কারণ সরবরাহ ব্যবস্থায় চাপ বড় বাধা হিসেবে দেখা দিয়েছে। ইজিজেট বলেছে, নতুন ক্রয়াদেশের মাধ্যমে আমরা পুরনো উড়োজাহাজ প্রতিস্থাপন এবং কার্বন নিঃসরণ হ্রাস কম শব্দ উত্পন্ন করে এমন আরো দক্ষ জেট ব্যবহার করতে সক্ষম হব। যদিও এক্ষেত্রে ২০১৩ সালের চুক্তির কারণে তালিকামূল্যের তুলনায় যথেষ্ট কম অর্থ পরিশোধ করতে হবে। নগদপ্রবাহ, বিক্রি ঋণ থেকে নতুন উড়োজাহাজ কেনার অর্থায়ন করা হবে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জোহান লুন্ডগ্রেন বলেন, আমরা বিশ্বাস করি উদ্যোগ ব্যবসায়ের জন্য ইতিবাচক রিটার্ন এবং কৌশলগত উদ্দেশ্য পূরণে সহায়তা করবে।

২০২০ সালের ডিসেম্বরে ইজিজেট এয়ারবাসের সঙ্গে ২০১৩ সালের চুক্তির অধীনে কিছু উড়োজাহাজ সরবরাহ পিছিয়ে দিতে সম্মত হয়েছিল। কারণ কভিড-১৯ মহামারীতে আন্তর্জাতিক ভ্রমণ বন্ধ হয়ে নগদ অর্থপ্রবাহে চাপ তৈরি করেছিল।

এজে বেল ইনভেস্টমেন্টের পরিচালক রাস মোল্ড বলেন, ব্রিটিশ বিমানবন্দরে জট গ্রীষ্মজুড়ে ইজিজেটকে আরো ফ্লাইট বাতিলে প্ররোচিত করতে পারে। তবে দীর্ঘমেয়াদে সক্ষমতা বাড়ানোর লক্ষ্য থেকে পিছু হটেনি এয়ারলাইনসটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন