সিবিওটিতে খাদ্যশস্যের দাম ২% কমেছে

বণিক বার্তা ডেস্ক

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল খাদ্যশস্যের ভবিষ্যৎ সরবরাহ মূল্য শতাংশেরও বেশি কমেছে। বিশ্ব অর্থনীতিতে মন্দার ঝুঁকি খাদ্যশস্যের চাহিদাকে দুর্বল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্র জানিয়েছে, দেশটি রাশিয়ান খাদ্য সার রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে না। কারণে বাজারে সরবরাহ নিয়ে যে উদ্বেগ তাও কিছুটা শিথিল হয়েছে। এসব বিষয় দাম কমার পেছনে প্রধান ভূমিকা পালন করেছে। খবর রয়টার্স।

তথ্য বলছে, সিবিওটিতে গতকাল গমের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য দশমিক শতাংশ কমেছে। প্রতি বুশেল লেনদেন হয়েছে ডলার ৬৮ সেন্টে। কার্যদিবসের শুরুতে পণ্যটির দাম ডলার ৬০ সেন্টে নেমে গিয়েছিল।

অন্যদিকে, ভুট্টার ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য দশমিক শতাংশ কমেছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ডলার ৭৭ সেন্টে। এর আগে দাম কমে ডলার ৭৬ সেন্টে নেমে গিয়েছিল, যা ২৮ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন।

সয়াবিনের দাম দশমিক শতাংশ কমেছে। প্রতি বুশেলের দাম ১৪ ডলার ৪২ সেন্টে নেমেছে। কার্যদিবসের শুরুতে তেলবীজটির দাম ছিল ১৪ ডলার ৩৩ সেন্ট, যা ২৭ জানুয়ারির পর সর্বনিম্ন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন