ওয়েস্ট ইন্ডিজে সিরিজ খেলা হচ্ছে না সাইফ উদ্দিনের

ক্রীড়া প্রতিবেদক

চোট থেকে সেরে উঠে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনের। তবে ভাগ্য সহায় হলো না তার। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আসন্ন ওয়ানডে ও টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। ফিটনেস ঘাটতির কারণে তার খেলা হবে না তিন ওয়ানডে ও তিন টি২০ ম্যাচের দুটি সিরিজে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

 

২৫ বছর বয়সী সাইফ উদ্দিন ২৯ ওয়ানডে ম্যাচে ৪১ উইকেট নিয়েছেন, আর সমান সংখ্যক টি২০ ম্যাচে তার শিকার ৩১ উইকেট।

 

পিঠের চোট থেকে তিনি সেরে উঠছিলেন সাইফ উদ্দিন। যদিও আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো সর্বোচ্চ ফিটনেস তিনি এখনো পাননি। তাতেই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হয়ে গেল তার।

 

বিসিবির চিকিত্সক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, সাইফ উদ্দিন অনুশীলন করলেও, আমরা মনে করি যে, আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সামাল দেয়ার জন্য যে মানের ফিটনেস থাকা প্রয়োজন তার সেটি এখনো আসেনি। সে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা খেলতে পারছে না, এ সময় সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে থাকবে এবং ফিটনেস নিয়ে কাজ করে যাবে।

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন