গ্যাস ও ডিজেলে কর স্থগিতের আহ্বান জো বাইডেনের

বণিক বার্তা অনলাইন

আগামী তিনমাসের জন্য গ্যাস ও ডিজেলের ওপর আরোপিত কর স্থগিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চার দশকের সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপে কঠিন পরিস্থিতিতে পড়েছেন মার্কিন নাগরিকরা নির্বাচনী বছরকে সামনে রেখে আর্থিক চাপ কমাতে এমন উদ্যোগ নিয়েছেন তিনি অনেক আইনপ্রণেতা মার্কিন প্রেসিডেন্টের এ উদ্যোগকে স্বাগত জানালেও আশঙ্কাও প্রকাশ করেছেন। খবর এপি

 

কংগ্রেসের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি বাইডেন দেশটির অন্য অঙ্গরাজ্যগুলোকেও গ্যাসের ওপর আরোপিত কর প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি উত্পাদনের তুলনায় মুনাফাকে প্রাধান্য দেয়ায় জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলোর সমালোচনাও করেছেন তিনি কর প্রত্যাহারের পাশাপাশি ভোক্তাদের সন্তুষ্টি প্রদানে ওয়াশিংটনসহ অন্যান্য প্রদেশের আইনপ্রণেতারা ব্যবস্থা গ্রহণ করবে

জো বাইডেন বলেন, এর মাধ্যমে সমস্যার পরিপূর্ণ সমাধান না হলেও বড় ধরনের সহায়তা করবে। আমি আমার কাজ করছি। আমি চাইবো কংগ্রেস, অঙ্গরাজ্য ও শিল্পগুলো তাদের কাজ করবে।

 

যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসের জন্য ফেডারেল কর ১৮ দশমিক ৪ সেন্ট এবং প্রতি গ্যালন ডিজেলের জন্য ২৪ দশমিক ৪ সেন্ট। গ্যাসের যে সেভিংস সেটি পুরোপুরি ভোক্তাদের ওপর দিলে তারা পাম্পগুলো সর্বসাকুল্যে ৩ দশমিক ৬ শতাংশ সাশ্রয় করতে পারবে যেখানে দেশজুড়ে এক গ্যালনের গড় মূল্য ৫ ডলার।

 

কর স্থগিতে বাইডেনের এ চাপ কংগ্রেসে সমালোচনা তৈরি করেছে। বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টিসহ অনেক আইনপ্রণেতা সংরক্ষণের বিষয়ে মত প্রকাশ করেছেন। কোনো কোনো অর্থনীতিবিদ কর স্থগিতের বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন।

 

ডেমোক্র্যাটিক হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্টের প্রস্তাবে একটি অ-প্রতিশ্রুতিবদ্ধ প্রতিক্রিয়ার প্রস্তাব দেন। পাশাপাশি কংগ্রেসে এর পক্ষে সমর্থন আছে কিনা তা দেখার কথাও জানান। তিনি বলেন, জো বাইডেন যে প্রস্তাব দিয়েছেন সে বিষয়ে হাউজ ও সিনেটে কোনো ঐকমত্য আছে কী না সেটিও আমরা দেখবো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন