আবেদন ২ কোটি ৩৫ লাখ, কাতার বিশ্বকাপের ১২ লাখ টিকিট শেষ

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

কাতার বিশ্বকাপ শুরু হতে পাঁচ মাস বাকি। কিন্তু বিশ্বজুড়ে এর আমেজ শুরু হয়ে গিয়েছে। হুমড়ি খেয়ে টিকিট কিনছেন ফুটবল ভক্তরা। সাধারণ দর্শকদের জন্য বরাদ্দ ২০ লাখ টিকিটের মধ্যে ১২ লাখ টিকিট বিক্রি শেষ হয়ে গিয়েছে। এ তথ্য জানিয়েছে আয়োজক দেশ কাতার।

 

টিকিট বিক্রির সবশেষ পর্ব- এপ্রিলের শেষ পর্যন্ত দুই কোটি ৩৫ লাখ আবেদন জমা পড়ে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার তথ্য অনুযায়ী টিকেটের বেশি আবেদন আসে আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, মেক্সিকো, কাতার, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র থেকে।

 

কাতার বিশ্বকাপের আয়োজক কমিটির মহাসচিব হাসান আল থাওয়াদি টিকেট বিক্রির তথ্য তুলে ধরেন।

 

তিনি বলেন, প্রায় ১২ লাখ টিকেট এরই মধ্যে বিক্রি হয়ে গিয়েছে। মানুষ আসলেই কিনছে এবং এখানে আসতে তারা রোমাঞ্চিত। নভেম্বর এবং ডিসেম্বরে হতে যাওয়া ২৮ দিনব্যাপী আসরে মোট ২০ লাখ টিকেট বিক্রি করা হবে।

 

তিনি জানান, পরবর্তী ধাপের টিকিট বিক্রি হবে আগে এলে আগে পাবেন ভিত্তিতে। তবে সেটা কবে শুরু হবে সেই দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন