ঢাকা-ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল শুরু

বণিক বার্তা প্রতিনিধি, নেত্রকোনা

ছবি : সংগৃহীত

পাঁচদিন পর আজ বৃহস্পতিবার থেকে ঢাকা-ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথে আন্তঃনগর ও লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে। নেত্রকোনার বারহাট্টা রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানি বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গত শনিবার সকালে জেলার মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলার অতীতপুর রেলস্টেশনের মাঝামাঝি ইসলামপুরে ২৩ নম্বর রেল সেতুটি বন্যার পানির স্রোতে ভেঙে যায়। ফলে এ পথে রেল যাতায়াত বন্ধ হয়ে যায়। সেতু ভেসে যাওয়ায় মোহনগঞ্জে আটকা পড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন এবং বারহাট্টায় মোহনগঞ্জগামী একটি লোকাল ট্রেন।

 

বারহাট্টা স্টেশন মাস্টার গোলাম রব্বানী আরো জানান, রেল সেতুটি মেরামত করার পর বুধবার পরীক্ষামূলকভাবে একটি রেকার ট্রেন ও ইঞ্জিন চলাচলের পর আজ মোহনগঞ্জে আটকা পড়া ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি সকালে ছেড়ে যায়। আজ থেকে এ পথে যথারীতি ট্রেন চলাচল করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন