জুনে সাড়ে ৫ লাখ যাত্রী পরিবহনের লক্ষ্য এমিরেটসের

বণিক বার্তা ডেস্ক

কয়েক দিন পরই শুরু হচ্ছে গ্রীষ্মকালীন ছুটির মৌসুম। যদিও এরই মধ্যে ক্রমবর্ধমান চাহিদার মুখোমুখি হয়েছে দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন। চলতি মাসে এয়ারলাইনসটি লাখ ৫০ হাজারের বেশি যাত্রী পরিবহনের প্রত্যাশা করছে। পরের মাসেই যেখানে সফরকারীদের আনা-নেয়া করতে সপ্তাহে হাজার ৪০০টি ফ্লাইট উড়বে। খবর গালফ নিউজ।

গ্রীষ্মকালীন ছুটির দিন দরজায় কড়া নাড়ছে, তাই প্রতিদিন বুকিংয়ের হার বাড়ছে। তবে যারা এখনো সফরের ব্যবস্থাপনা করেনি তাদের দ্রুতই কিছু কাজ এগিয়ে রাখার এবং বুকিং দিয়ে দেয়ার আহ্বান জানিয়েছে এমিরেটস। পছন্দমতো তারিখে ফ্লাইট পেতেই এমন আহ্বান জানানো হয়েছে। নিজেদের করোনাভাইরাস মহামারী-পূর্ব সক্ষমতার ৮০ শতাংশ কার্যকর রাখার কথা জানিয়েছে এমিরেটস।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন