শেয়ার বিক্রি করবেন এনসিসি ব্যাংক উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা নিসার কাদের ব্যাংকের ৮১ হাজার শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে বিক্রি করবেন উদ্যোক্তা। বর্তমানে তার কাছে ব্যাংকটির ২০ লাখ ৪৫ হাজার ১০৩টি শেয়ার রয়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে।

২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এনসিসি ব্যাংকের অনুমোদিত মূলধন হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন হাজার ১৬ কোটি ৮৭ লাখ টাকা। রিজার্ভে রয়েছে হাজার ৭৮ কোটি ৪৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০১ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯৬৭। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৭ দশমিক ৪০ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ২২ দশমিক ৯৭ শতাংশ, দশমিক ৪৭ শতাংশ বিদেশী বাকি ৩৯ দশমিক ১৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) এনসিসি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময় ইপিএস ছিল ৫২ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন