ডন-থ্রি নিয়ে যত জল্পনাকল্পনা

ফিচার ডেস্ক

অমিতাভ বচ্চন ও শাহরুখ খান

ডন সিনেমা নিয়ে সিনেমাপ্রেমীদের কৌতূহল বহু বছরের। এবারে গুঞ্জন উঠেছে ডন-থ্রি নিয়ে। আরো বড় খবর হলো শাহরুখ খান অমিতাভ বচ্চনকে একসঙ্গে ডন-থ্রিতে দেখা যাবেটাইমস অব ইন্ডিয়া তাদের এক সূত্রের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে।

ঘটনার শুরু শনিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন অমিতাভ বচ্চন। ছবিটিতে দেখা যাচ্ছে নিজের অভিনীত ডনের পোস্টারে সাইন করছেন তিনি আর পাশেই দাঁড়িয়ে শাহরুখ খান। ক্যাপশনে বিগ বি লিখেছেন, একই শিরায় ক্রমাগত বহমান...ডন। থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠেতাহলে এবারে হয়তো ডন থ্রিতে সবাইকে চমক দিতে দুই তারকা একসঙ্গে পর্দায় হাজির হবেন। এখানেই শেষ নয়, অমিতাভ বচ্চনের আগের পোস্টে ছবি ছিল ১৯৭৮ সালের, যেখানে তার ডন দেখার জন্য হলের বাইরে দর্শকদের ভিড় দেখা যাচ্ছিল। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, কি সুন্দর সময় ছিল। ডনের অগ্রিম বুকিংয়ের লাইনটি ছিল মাইলখানেক লম্বা। ১৯৭৮ সালে মুক্তি পায় সিনেমাটি। আজ থেকে ৪৪ বছর আগে। সে বছরই আরো বেশকিছু সিনেমা মুক্তি পেয়েছিল। ডন, কসমে ওয়াদে, ত্রিশুল, মুকাদ্দর কা সিকান্দর, গঙ্গা কি সুগন্ধ। যার মধ্যে পাঁচটি ব্লকবাস্টার হিট, আবার কিছু ছবি ৫০-সপ্তাহের বেশি চলেছিল।

ছবিগুলো প্রকাশ করার পর থেকেই নেটিজেনদের বড় একটি অংশ ধরেই নিয়েছেন এবারে ডন থ্রিতে তাদের প্রিয় তারকাদের দেখা যাবে। অন্যদিকে অনেক ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এবারে ডন থ্রি কেবল গুঞ্জন নয়। ২০০৬ সালে শাহরুখ অভিনীত ডনের পরিচালক ফারহান আখতার ডন-থ্রির চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন। তিনি নিয়ে ডনের লেখক তার বাবা জাভেদ আখতারের সঙ্গেও আলোচনা করেছেন। এমনকি সিনেমাটির চিত্রনাট্য নিয়ে শাহরুখ খানকে ধারণা দেয়া হয়েছে। বেশকিছু দিন ধরেই সিনেমাটির গল্প নিয়ে ভাবছিলেন পরিচালক ফারহান।

ডন থ্রি নিয়ে এসব জল্পনা-কল্পনার মাঝে নেতিবাচক খবর দিয়েছে বলিউড হাঙ্গামা। তারা জানিয়েছে, ডন থ্রি নিয়ে যা খবর আসছে তা পুরোপুরি গুজব। নিয়ে ফারহান আখতার কোনো ধরনের কাজ করছেন না। আর সিনেমায় শাহরুখ-অমিতাভকে একসঙ্গে দেখা যাওয়া তো দূর কি বাত! ফারহানের এক ঘনিষ্ঠের সূত্রে তথ্য জানিয়েছে বলিউড হাঙ্গামা।

বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ডন। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ডন সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। সিনেমাটির রিমেকে দেখা যায় শাহরুখ খানকে। শাহরুখ অভিনীত ডন ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ডন: দ্য চেজ বিগিনস অ্যাগেইন মুক্তি পায় ২০০৬ সালে। ২০১১ সালে মুক্তি পায় ডন-টু বা ডন: দ্য কিং ইজ ব্যাক।

শাহরুখের আসন্ন সিনেমা পাঠান জওয়ান। ক্যামিও রোলেও বেশ দাপুটে শাহরুখ খান। জনপ্রিয় অভিনেতা মাধবন পরিচালিত প্রথম সিনেমা রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট সিনেমায় ক্যামিও রোলে দেখা যাবে বলিউড বাদশাহকে। সম্প্রতি এক সাক্ষাত্কারে মাধবন জানান, রোলের জন্য কোনো পারিশ্রমিক নেননি শাহরুখ খান।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, পিংকভিলা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন