
ঈদ এলেই ব্যস্ততা বেড়ে যায় নাটকপাড়ায়। পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীরা ব্যস্ত হয়ে যান নতুন কাজে। এবারো ব্যতিক্রম হচ্ছে না। প্রতি ঈদে নাটক নির্মাণ করেন নাট্য নির্মাতা সাগর জাহান। আসন্ন ঈদের জন্য সাগর জাহানের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটক ‘উড়াল দেবো আকাশে’। নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল ও নায়মা আলম মাহা।
বৃষ্টিকে উপেক্ষা করেই টানা ছয়দিনে এ নাটকের শুটিং শেষ করেছেন বলে জানান নির্মাতা সাগর জাহান। নায়মা আলম মাহা বলেন, ‘ঈদুল ফিতরেও সাগর ভাইয়ের নির্দেশনায় একটি ঈদ ধারাবাহিকে অভিনয় করেছি। আসন্ন ঈদুল আজহার জন্যও উড়াল দেবো আকাশে ধারাবাহিকে অভিনয় করেছি। বৃষ্টির প্রতিকূলতার মধ্যে আমাদের শুটিং করতে হয়েছে। মারজুক ভাই একজন গুণী শিল্পী। তিনিও আমাকে খুব সহযোগিতা করেছেন।’
সাগর জাহান জানান, ‘আসন্ন ঈদুল আজহায় বাংলাভিশনের পর্দায় মারজুক ও মাহা অভিনীত উড়াল দেবো আকাশে সাত পর্বের ঈদ ধারাবাহিকটি প্রচার হবে।’