পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) উদ্যোক্তা ও মনোনীত পরিচালক কিছুসংখ্যক শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। ডিএসইর মাধ্যমে এ তথ্য জানিয়েছে ব্যাংক দুটি।
মার্কেন্টাইল ব্যাংক: ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা বিলকিস বেগম তার কাছে থাকা শেয়ারের মধ্য থেকে ৩ লাখ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর মূল মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে এসব শেয়ার বিক্রি করবেন তিনি। বর্তমানে এ উদ্যোক্তার কাছে ব্যাংকটির ১৮ লাখ ৯১ হাজার ৯৮২টি শেয়ার রয়েছে।
ইবিএল: ব্যাংকটির অন্যতম মনোনীত পরিচালক সেলিনা আলী তার কাছে থাকা শেয়ারের মধ্য থেকে ১ কোটি ৫৫ লাখ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে এসব শেয়ার বিক্রি করবেন তিনি। বর্তমানে এ উদ্যোক্তার কাছে ব্যাংকটির ১ কোটি ৬৮ লাখ ৫৭ হাজার ৭৭১টি শেয়ার রয়েছে।