এবার বিলবোর্ডে সেরা বিটিএসের প্রুফ

ফিচার ডেস্ক

বিটিএস ব্যান্ডের সদস্যরা

কোরিয়ান ব্যান্ড বিটিএসের নতুন অ্যালবাম প্রুফ মুক্তি পেয়েছে ১০ জুন। মুক্তির পর থেকেই দারুণ সাড়া পাচ্ছে। মুক্তির পর সর্বাধিক বিক্রীত হওয়ার পাশাপাশি বিলবোর্ডে সেরা হয়েছে অ্যালবামটি। বিলবোর্ডের সেরা ২০০ অ্যালবামের শীর্ষে প্রুফ। জনপ্রিয় কোরিয়ান ব্যান্ডটির এটি ষষ্ঠ অ্যালবাম। প্রতিবারই নিজেদের অ্যালবাম তালিকার শীর্ষে থাকে। এবারো ব্যতিক্রম হয়নি। অ্যান্থলজি অ্যালবামটি নতুন-পুরনো গান দিয়ে সাজানো হয়েছে।

বিলবোর্ড গতকাল জানিয়েছে, সেরা ২০০ অ্যালবামের তালিকায় এখন শীর্ষে প্রুফ। ১০ জুন অ্যালবাম মুক্তির পর একটি ফিয়েস্তা ডিনার অনুষ্ঠিত হয়। সেখানে সদস্যরা বলেন, এরপর নিজস্ব প্রজেক্টে তারা বেশি সময় দেবেন। তবে এজেন্ট কোম্পানি হাইব জানিয়েছে, বিটিএস সদস্যরা এমন কোনো বিরতিতে যাচ্ছেন না। তারা স্বতন্ত্র কাজের পাশাপাশি ব্যান্ডের কার্যক্রম চালিয়ে যাবেন।

বিলবোর্ড তালিকায় শীর্ষস্থান পাওয়া একটি বড় বিষয়। বিটিএসের প্রুফ শীর্ষে থাকার পাশাপাশি তাদের ছয়টি অ্যালবাম সেরা ২০০ মধ্যে রয়েছে। বিটিএস প্রথম কোরিয়ান ব্যান্ড, যারা বিলবোর্ডে এতখানি সাফল্য পেয়েছে। ২০১৮ সালে তাদের লাভ ইয়োসেলফ: টিয়ার সর্বপ্রথম শীর্ষস্থান লাভ করে। পর্যন্ত ইংরেজি ভাষার বাইরে মাত্র ১৫টি অ্যালবাম বিলবোর্ড সেরা ২০০ তালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে ছয়টি অ্যালবামই বিটিএস ব্যান্ডের।

ব্যান্ডের সাফল্যে এর ভক্তরা আনন্দ প্রকাশ করছেন। টুইটার, ইনস্টাগ্রামে বিটিএসের সদস্যদের ছবি অ্যালবাম নিয়ে নানা পোস্ট করা হচ্ছে। বিটিএস ভক্তরা ব্যান্ডের সাফল্যকে নিজের সাফল্য বলেই মনে করেন। একজন তাই লিখেছেন, আমরা শীর্ষে পৌঁছে গিয়েছি।

বিলবোর্ডের তথ্য অনুসারে, অ্যালবামের বিক্রি এবং ইউনিট আয়ের ক্ষেত্রে প্রুফ প্রথম সপ্তাহেই বাজিমাত। এটি দ্বিতীয় সর্বোচ্চ বিক্রীত অ্যালবাম। ১৬ জুন পর্যন্ত হিসাব থেকে দেখা গিয়েছে অ্যালবামটি লাখ ১৪ হাজার ইউনিট আয় করেছে। হিসাবটি মূলত অ্যালবাম বিক্রি স্ট্রিম হওয়ার অনুপাতকে বোঝায়। এর মধ্যে অ্যালবাম বিক্রি হয়েছে লাখ ৬৬ হাজার কপি।

 

সূত্র: সুম্পি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন