যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগ

তথ্য সংরক্ষণে টিকটকের নতুন উদ্যোগ

বণিক বার্তা ডেস্ক

ব্যবহারকারীদের তথ্য নিরাপদে সংরক্ষণে নতুন মাইলফলক অর্জনের কথা জানিয়েছে টিকটক। নতুন এক আপডেটের অংশ হিসেবে প্লাটফর্মটি যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ কেন্দ্র পরিবর্তন করেছে। খবর এনগ্যাজেট।

প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, এটি এরই মধ্যে ভার্জিনিয়াভিত্তিক একটি ডাটা সেন্টারে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের অধিকাংশ তথ্য সংরক্ষণ করেছে। তবে ওরাকলের সঙ্গে নতুন চুক্তির অংশ হিসেবে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ডাটা ট্রাফিক ওরাকলের একটি ক্লাউড অবকাঠামোয় স্থানান্তর করেছে।

এক ব্লগপোস্টে প্রতিষ্ঠানটি জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের শতভাগ ব্যবহারকারীর ডাটা ট্রাফিক ওরাকলের ক্লাউড অবকাঠামোয় স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি ব্যাকআপের জন্য আমরা যুক্তরাষ্ট্র সিঙ্গাপুরে থাকা ডাটা সেন্টারগুলো ব্যবহার করে যাব। তবে আমাদের নিজস্ব ডাটা সেন্টার থেকে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের সব তথ্য মুছে ফেলা হবে এবং সম্পূর্ণ কার্যক্রম ওরাকলের ক্লাউড সার্ভারে স্থানান্তর করে দেয়া হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন