যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা স্থাপনের পরিকল্পনায় স্যামসাং

বণিক বার্তা ডেস্ক

দক্ষিণ কোরিয়ার বাইরে প্রথম উৎপাদন কেন্দ্র স্থাপনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলাইনা, ওয়াশিংটন টেক্সাসকে তালিকায় রেখেছে স্যামসাং বায়োলজিকস। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন রিম কথা জানিয়েছেন। খবর দ্য কোরিয়াহেরাল্ড।

প্রধান নির্বাহী জানান, যুক্তরাষ্ট্রের প্রধান কিছু বায়ো ক্লাস্টার চার প্রদেশে অবস্থিত। সিএমও জায়ান্টটি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি এবং এখনো জায়গাগুলো পর্যালোচনা করছে। সান দিয়েগোয় অনুষ্ঠিত বিআইও আন্তর্জাতিক কনভেনশনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিম বলেন, বর্তমানে আমরা প্রতিষ্ঠানের পরিধি বাড়াচ্ছি। অক্টোবর থেকে নম্বর কেন্দ্রটি সাময়িকভাবে উৎপাদন শুরু করবে, যার মাধ্যমে ৬০ হাজার লিটার উৎপাদন সক্ষমতা যুক্ত হবে। দ্বিতীয় প্রান্তিক শেষে উৎপাদন লাখ ৮০ হাজার লিটারে পৌঁছবে।

প্রতিষ্ঠানের তথ্যানুযায়ী, ইঞ্চিয়নের সংডোয় স্থাপন শেষে স্যামসাং বায়োলজিকসের মেগাপ্লান্টে উৎপাদন কার্যক্রম শুরু হলে চারটি কেন্দ্রের সম্মিলিত উৎপাদন সক্ষমতা লাখ ২০ হাজার লিটার অতিক্রম করবে, যা বিশ্বের মোট চাহিদার ৩০ শতাংশ। চার নাম্বার প্লান্টটিতে বিশ্বের সর্ববৃহৎ সিএমও উৎপাদন সক্ষমতা থাকবে, যার পরিমাণ লাখ ৫৬ হাজার লিটার।

পঞ্চম ষষ্ঠ উৎপাদন কেন্দ্র স্থাপনে প্রতিষ্ঠানটি ইঞ্চিয়নে আরো জমি অধিগ্রহণে কাজ করছে বলে জানান তিনি। তবে অধিগ্রহণের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। সংডোয় পঞ্চম ষষ্ঠ উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য প্রতিষ্ঠানটির পরিকল্পনা চলমান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন