সিলেট ও সুনামগঞ্জে সেনাবাহিনীর পাঁচ দায়িত্ব

বণিক বার্তা অনলাইন

অবিরাম বর্ষণ ও উজানী ঢলে হু হু করে বাড়ছে সিলেট ও সুনামগঞ্জের বন্যার পানি। এতে ক্রমেই আরো অবনতির দিকে যাচ্ছে এ দুই জেলার বন্যা পরিস্থিতি। সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। নলকূপ তলিয়ে যাওয়ায় সুপেয় পানির অভাব দেখা দিয়েছে। পুরোপুরি ঘরবন্দি হয়ে পড়েছেন দুই জেলার হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

পানিবন্দি মানুষকে উদ্ধার, চিকিৎসা সহায়তা প্রদান, খাদ্য ও সুপেয় পানি সরবরাহ করাসহ বন্যাদুর্গতদের বিভিন্নভাবে সহায়তা করার জন্য সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় নিযুক্ত রয়েছে সেনাবাহিনী। এর মধ্যে সিলেটের সদর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং সুনামগঞ্জের সদর, জামালগঞ্জ, দিরাই, দোয়ারাবাজার ও ছাতকে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটনায় এসব উপজেলায় সেনা মোতায়েন করা হয়েছে।

এছাড়া সুনামগঞ্জের খাদ্য গোডাউন রক্ষা এবং সিলেটের কুমারগাঁও পাওয়ার স্টেশনে কাজ করবে সেনাবাহিনী।

বন্যদুর্গতদের সহায়তায় নিয়োজিত সেনা সদস্যদের পাঁচটি দায়িত্ব দেয়া হয়েছে। সেগুলো হলো-

১. পানিবন্দি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেয়া।

২. বেসামরিক প্রশাসনের সহায়তায় অস্থায়ী আশ্রয় কেন্দ্র নির্বাচন এবং উদ্ধার ব্যক্তিদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা।

৩. চিকিৎসা সহায়তা প্রদান করা।

৪. খাদ্য গোডাউন, পাওয়ার স্টেশন এবং অন্যান্য স্থাপনা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করা।

৫. সীমিত পরিসরে খাদ্য এবং সুপেয় পানি সরবরাহ করা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন