বাজেট ঘোষণার পর চতুর্থ কার্যদিবসে উত্থানে ফিরেছে পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক

দেশের পুঁজিবাজারে চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আজ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। গত বৃহস্পতিবার আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণার পর আজকে বেলা ১২ টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। এর আগে বাজেট ঘোষণা পরবর্তী তিন কার্যদিবস স্টক এক্সচেঞ্জটিতে সূচকের পতন হয়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সকাল ১০ টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইএক্স সূচকে পয়েন্ট যোগ হতে থাকে। বেলা ১২ টা পর্যন্ত সূচকটি আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। 

অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এসময় পর্যন্ত ৭ প‌য়েন্ট বেড়ে ২ হাজার ৩০৮ ও শরিয়াহ সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে ১ হাজার  ৩৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও কর্পোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২২৬টির, কমেছে ১০৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি সিকিউরিটিজের বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ৩৭৬ কো‌টি ৭৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন