জুলাইয়ে সৌদি আরব ও ইসরায়েল সফরে যাচ্ছেন জো বাইডেন

বণিক বার্তা অনলাইন

ছবি : রয়টার্স

আগামী মাসে সৌদি আরব ও ইসরায়েল সফর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সপ্তাহে সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউস। পরিকল্পনার সঙ্গে যুক্ত একটি সূত্রের বরাত দিয়ে আজ সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

সূত্র জানিয়েছে, আশা করা হচ্ছে জুলাইয়ের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে সফরটি। এতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।  

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, জো বাইডেন ইসরায়েল ও সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন। তিনি জানান, তবে এ নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। শিগগিরই সফরের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। 

যুক্তরাষ্ট্র মনে করে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যায় ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভূমিকা রয়েছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে সৌদি সরকার।

মার্কিন প্রেসিডেন্টের এ সফর এমন সময়ে হচ্ছে যখন যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম কমানোর উপায় বের করার চেষ্টা চলছে। এ কারণে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে দেশটি।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন