বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরকে স্বাগত জানিয়েছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ায় আব্দুর রউফ তালুকদারকে স্বাগত জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল বিএসইসির পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের পাঠানো এক বার্তায় নতুন গভর্নরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানান।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারের উন্নয়নে দেশের আর্থিক খাতের প্রধান দুই নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয়ের কোনো বিকল্প নেই। গভর্নর হিসেবে আব্দুর রউফ তালুকদারের যোগ্য কুশলী নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক বিএসইসি আরো ঘনিষ্ঠ নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করবে দেশের অর্থনীতিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। প্রধানমন্ত্রীর উদ্ভাবনী নেতৃত্ব দিকনির্দেশনায় করোনাকালীন দেশের অর্থনীতির ক্রান্তিকালে অর্থনীতি চাঙা করার জন্য বিভিন্ন প্রণোদনা প্যাকেজ তৈরি দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুর রউফ তালুকদার। অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্কার প্রক্রিয়া বিশেষ করে বাজেট সংস্কার, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, অবসরভোগী সরকারি চাকুরেদের ইএফটির মাধ্যমে পেনশন প্রদান সঞ্চয়পত্রের অটোমেশনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য। তারই স্বীকৃতি হিসেবে ২০২১ সালে ন্যাশনাল ইন্টেগ্রিটি অ্যাওয়ার্ড পান আব্দুর রউফ তালুকদার।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন