১২% দর কমেছে ট্রাস্ট ব্যাংকের শেয়ারে

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপনী দরের ভিত্তিতে সাপ্তাহিক দর কমার শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমে রয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ব্যাংক খাতের কোম্পানিটির শেয়ারদর কমেছে ১২ দশমিক ৩৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির কোটি ৬৫ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৩৩ লাখ হাজার ৮০০ টাকা।

দর কমার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে দশমিক শতাংশ দর কমেছে কোম্পানিটির। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৬৬ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ১৩ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা। এছাড়া তৃতীয় অবস্থানে থাকা ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারদর কমেছে দশমিক ৬২ শতাংশ। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো যথাক্রমে শাইনপুকুর সিরামিকস লিমিটেড, কাট্টলী টেক্সটাইল, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, বাংলাদেশ শিপিং করপোরেশন, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং ইনটেক লিমিটেড।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন