দুই কোম্পানির পর্ষদ সভা কাল

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা বস্ত্র খাতের দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

রিপাবলিক ইন্স্যুরেন্স: বীমা খাতের প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামীকাল বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন প্রকাশ করা হবে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটি। এর মধ্যে ১০ শতাংশ নগদ শতাংশ স্টক। ঘোষিত লভ্যাংশ অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ২৭ জুন বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করা হয়েছে।

তাল্লু স্পিনিং: বস্ত্র খাতের কোম্পানিটির পর্ষদ সভা আগামীকাল দুবারে বেলা ৩টা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। বেলা ৩টার সভা থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন প্রকাশ করা হবে। পরে বিকাল ৪টার সভা থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন প্রকাশ করা হবে। ২০২০-২১ হিসাব বছরে ২৮ কোটি ৬৭ লাখ টাকা লোকসান হয়েছে কোম্পানিটির। এছাড়া ২০১৮-১৯ হিসাব বছরে ২৪ কোটি ৩০ লাখ ২০১৯-২০ হিসাব বছরে ৩০ কোটি লাখ টাকা লোকসান হয়েছে কোম্পানিটির।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন