বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে রবি আজিয়াটা

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে। গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তথ্য জানিয়েছে কোম্পানিটি।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশের সুপারিশ করেছে রবি আজিয়াটা লিমিটেড। এর আগে আলোচ্য হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি। যা এরই মধ্যে বিতরণ সম্পন্ন করেছে বহুজাতিক কোম্পানিটি। হিসাব বছরে বিনিয়োগকারীদের সর্বমোট শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। যেখানে আগের হিসাব বছরে আয় ছিল ৩৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৬৪ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩ টাকা ৯০ পয়সা।

সমাপ্ত হিসাব বছরের ঘোষিত শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ অনুমোদনের জন্য গত ২৮ এপ্রিল ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ (এজিএম) আহ্বান করা হয়। -সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত এপ্রিল।

কোম্পানিটির এনটিটি সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ডাবল টু স্বল্পমেয়াদে এসটি-ওয়ান ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, আলোচ্য সময় পর্যন্ত ব্যাংকের কাছে প্রতিষ্ঠানটির দায়সহ হালনাগাদ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)

এর আগের ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। সে হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৯০ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ৬৪ পয়সা।

২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রবি আজিয়াটার অনুমোদিত মূলধন হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন হাজার ২৩৭ কোটি ৯৩ লাখ টাকা। রিজার্ভে রয়েছে হাজার ৩৮০ কোটি ৮৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫২৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৮৯৫। এর মধ্যে ৯০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া দশমিক ৬৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক শূন্য শতাংশ বিদেশী বিনিয়োগকারী বাকি দশমিক ৩২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল রবি আজিয়াটার শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল ৩০ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ২৮ টাকা ৭০ পয়সা থেকে ৪৬ টাকার মধ্যে ওঠানামা করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন