শেয়ার কিনবেন ঢাকা ব্যাংকের উদ্যোক্তা পরিচালক

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা পরিচালক খন্দকার মনির উদ্দিন ব্যাংকটির কোটি ৩৫ লাখ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে শেয়ার ক্রয় করবেন তিনি। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে।

২০০০ সালে শেয়ারবাজারে আসা ঢাকা ব্যাংকের অনুমোদিত মূলধন হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৯৪৯ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৯৯৩ কোটি ৮২ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৯৪ কোটি ৯৬ লাখ ২৪ হাজার ৭৫৪। এর মধ্যে ৪১ দশমিক ১২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৬ দশমিক ৬০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাকি ৪২ দশমিক ২৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ২৩ জুন বেলা ৩টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে ব্যাংকটি। -সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২৪ মে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন