৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

৫০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের পরিচালনা পর্ষদ। গতকাল অনুষ্ঠিত ব্যাংকের ২৭৬তম পর্ষদ সভায় পঞ্চম নন-কনভার্টেবল, আনসিকিউরড সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়। মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে তথ্য জানিয়েছে ব্যাংকটি।

তথ্যমতে, সাত বছর মেয়াদি বন্ড ইস্যুর মাধ্যমে ৫০০ কোটি টাকা উত্তোলন করে ব্যাংকের টিয়ার- মূলধনের ভিত্তি শক্তিশালী করবে এমটিবি। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে আইন পরিপালন সাপেক্ষে বন্ড ইস্যু করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এমটিবির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৪ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৮১ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২১ হিসাব বছরে ১০ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে এমটিবির পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৫ জুন বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে ব্যাংকটি। -সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২৩ মে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন