ব্রোকারেজ ব্যবসায় আসছে ক্যাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের পুঁজিবাজারে প্রথম বিদেশী কোম্পানি হিসেবে ব্রোকারেজ ব্যবসা শুরু করতে যাচ্ছে দুবাইভিত্তিক শ্রীলংকান প্রতিষ্ঠান ক্যাল বাংলাদেশ। এরই মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসই) থেকে স্টক ব্রোকার স্টক ডিলারের নিবন্ধন পেয়েছে কোম্পানিটি। ব্রোকারেজ ব্যবসা শুরু করার আগে কোম্পানিটির ব্যবসা পরিকল্পনা জানাতে গতকাল রাজধানীর বিজয়নগরে অবস্থিত ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্যাল বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে ক্যাল বাংলাদেশের চেয়ারম্যান অজিত ফার্নান্দো, পরিচালক পুষ্পরাজা, প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ সাহা, প্রধান পরিচালন কর্মকর্তা জুবায়ের মহসিন কবির, ভাইস প্রেসিডেন্ট হেড অব রিসার্চ আহমেদ ওমর সিদ্দিকি উপস্থিত ছিলেন।

সময় অজিত ফার্নান্দো বলেন, ক্যাল বাংলাদেশ গতানুগতিক ব্যবসার বাইরে গিয়ে ব্রোকারেজ ব্যবসায় নতুন মাত্রা যুক্ত করতে চায়। ব্যবসা শুরুর আগেই বাংলাদেশের মাইক্রো অর্থনীতির ওপর একটি গবেষণা করেছি আমরা, যাতে দেখা গেছে বাংলাদেশে আগামী দিনে বিনিয়োগের সম্ভাবনা অনেক বেশি। পুঁজিবাজার সম্ভাবনাময় অর্থনীতির একটি অন্যতম খাত। আমরা সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। গত দুই বছর বাংলাদেশের পুঁজিবাজারের ব্যাপক উন্নয়ন হয়েছে। রেগুলেটরি রিফর্ম হয়েছে। এখানে নতুন নতুন পণ্যও আসছে, যা পুঁজিবাজারের জন্য ভালো দিক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু ভুল নীতির কারণে শ্রীলংকান সরকারের পতন বা সংকট তৈরি হয়েছে। তবে আমাদের প্রতিষ্ঠান দুবাই থেকে ব্যবসা পরিচালনা করছে। ফলে দেশের সংকটের কারণে কোম্পানির ওপর কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

উল্লেখ্য, দুবাইভিত্তিক শ্রীলংকান প্রতিষ্ঠানটি কেবল ব্রোকারেজ ব্যবসা নয়, বাংলাদেশে মার্চেন্ট ব্যাংকিং ব্যবসাও পরিচালনা করবে। এরই মধ্যে বেটা ওয়ান মার্চেন্ট ব্যাংক লিমিটেডকে অধিগ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। মালিকানা পরিবর্তনের পর মার্চেন্ট ব্যাংকের নাম হবে ক্যাল ইনভেস্টমেন্ট লিমিটেড।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন