আইপিওতে ইআইদের বিনিয়োগসীমা বাড়াল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক

যোগ্য বিনিয়োগকারীদের (ইআই) প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) কোটা সুবিধা নিতে পুঁজিবাজারে বিনিয়োগসীমা বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একই সঙ্গে অনুমোদিত পেনশন ফান্ড, স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ফান্ডের ক্ষেত্রেও কোটা সুবিধা নিতে বিনিয়োগসীমা বাড়িয়েছে সংস্থাটি। গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংস্থাটির ৮২৪তম কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর মাধ্যমে তারল্য বৃদ্ধির লক্ষ্যে কাট অফ ডেটে যোগ্য বিনিয়োগকারীদের তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগসীমা কোটি টাকা থেকে বাড়িয়ে কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে এখন থেকে আইপিও কোটা সুবিধা নিতে যোগ্য বিনিয়োগকারীদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ থাকতে হবে।

এছাড়া অনুমোদিত পেনশন ফান্ড, স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ফান্ডের ক্ষেত্রেও কোটা সুবিধা নিতে দেড় কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ থাকতে হবে। এতদিন পুঁজিবাজারে ৫০ লাখ টাকা বিনিয়োগ থাকলেই এসব ফান্ড আইপিও কোটা সুবিধা ভোগ করতে পারত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন