বাংলাদেশের কাছে জ্বালানি তেল বিক্রির প্রস্তাব রাশিয়ার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বণিক বার্তা অনলাইন

ছবি : রয়টার্স

বাংলাদেশের কাছে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া। আজ এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এটি কীভাবে ক্রয় করা যায় তা পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি।

আজ সোমবার বিদ্যুৎ ভবনে বিপিএমআই আয়োজিত ‘বিদ্যুৎ খাতে সাইবার নিরাপত্তা নীতি এবং অপারেশনাল দৃষ্টিকোণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ভারতে যেহেতু জ্বালানি তেলের দাম কমানো হয়েছে, বাংলাদেশেও কমানোর পরিকল্পনা রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আপাতত এটির দাম সমন্বয় করার কোনো চিন্তা সরকারের নেই। যখন ভারত জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল, তখন বাংলাদেশ বাড়াইনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন