ইউক্রেন যুদ্ধের প্রভাব

বিশ্বে শরণার্থীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে

বণিক বার্তা অনলাইন

ইউক্রেনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান যুদ্ধ ও সংঘাতের কারণে শরণার্থীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর)। বিভিন্ন দেশে চলমান সহিংসতা, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের কারণেই শরণার্থীর নতুন এ রেকর্ড তৈরি হয়েছে। খবর বিবিসি।

ইউএনএইচসিআরের প্রধান ফিলিপো গ্রান্ডি এক বিবৃতিতে বলেন, এটি খুবই কঠিন একটি চিত্র এবং একইসঙ্গে উদ্বেগজনক। এ পরিমাণ মানুষের ঘর ছাড়ার রেকর্ড এর আগে কখনো তৈরি হয়নি। তিনি বলেন, এ ঘটনাকে আমাদের শিক্ষা হিসাবে গ্রহণ করে বিদ্যমান সমস্যা ও দ্বন্দ্বের ইতি টানতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে সাধারণ ও নিরীহ মানুষদের বাসস্থান ত্যাগ করতে না হয় সেসকল সমস্যা চিহ্নিত করতে হবে।

ইউএনএইচসিআর জানায়, ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে দেশের অভ্যন্তরে ৮০ লাখ মানুষ তাদের বাসস্থান হারিয়েছে এবং ৬০ লাখ মানুষে অন্যদেশে পালিয়ে গেছে। গত বছর ইথিওপিয়া, বুরকিনা ফাসো, মিয়ানমার, নাইজেরিয়া, আফগানিস্তান ও গণ প্রজাতন্ত্রী কঙ্গোতে বাস্তুচ্যুতের সংখ্যা ৯ কোটিতে পৌঁছেছে বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন