মুনাফা করছে সরকারি পাঁচ বিদ্যুৎ উৎপাদন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ বিভাগের আওতাধীন ছয়টি সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানির মধ্যে পাঁচটিই মুনাফা করছে। অন্য একটি কোম্পানি লোকসানে আছে, তবে সেটি এখনো বাণিজ্যিক উৎপাদনে যায়নি। কারণে এটি লোকসানে।

গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থাপিত এক প্রতিবেদনে তথ্য জানানো হয়।

সংসদীয় কমিটির বৈঠকে ছয় কোম্পানির গত তিন অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করে বিদ্যুৎ বিভাগ। তাতে দেখা যায়, ছয়টি সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানির মধ্যে নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ২০২০-২১ অর্থবছরে ৯৩১ কোটি ৮৬ লাখ, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি ২৪৬ কোটি ৮৭ লাখ, রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড ২৫৪ কোটি ৩৫ লাখ, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি বাংলাদেশ ১৩২ কোটি এবং বিআর পাওয়ারজেন লিমিটেড ৮৪ কোটি ৫৬ লাখ টাকার বেশি মুনাফা করেছে।

পাঁচ কোম্পানি গত তিন অর্থবছরই লাভে ছিল। এর বাইরে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ গত অর্থবছরে ২৩ কোটি ২১ লাখ টাকা লোকসান দিয়েছে। বিদ্যুৎ বিভাগ বলেছে, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি এখনো বাণিজ্যিক উৎপাদনে না যাওয়ায় মুনাফা অর্জন করতে পারেনি।

বৈঠক শেষে কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান বণিক বার্তাকে বলেন, কমিটি সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোর আয়-ব্যয়ের হিসাব জানতে চেয়েছিল। মন্ত্রণালয় সেটি জানিয়েছে। এছাড়া বাংলাদেশ জ্বালানি বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। কমিটির বৈঠকে তাদের জন্য বাজেট বাড়ানোর সুপারিশ করেছে।

ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য আবু জাহির, নূরুল ইসলাম তালুকদার, আছলাম হোসেন, খালেদা খানম নার্গিস রহমান অংশ নেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন