চট্টগ্রামে মক্কা ওয়াশিং ইন্ডাস্ট্রিজ সিলগালা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

পরিবেশগত ছাড়পত্র ইটিপি বিহীন কারখানা পরিচালনার দায়ে চট্টগ্রামের নাসিরাবাদ শিল্পনগরের মক্কা ওয়াশিং ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড নামের একটি কারখানা সিলগালা করে দেয়া হয়েছে। গতকাল পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস কারখানা সিলগালা করে দেন। অভিযানে বায়েজিদ থানা পুলিশ, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিটিসিএলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপপরিচালক মিয়া মাহমুদুল হক বণিক বার্তাকে বলেন, গত বছরের ২৯ মার্চ কারখানাটি সরেজমিন পরিদর্শনে ইটিপি ছাড়াই তরল বর্জ্য পরিশোধন ছাড়াই ড্রেনে ফেলা হচ্ছিল। এমনকি কারখানাটির পরিবেশগত ছাড়পত্রও পাওয়া যায়নি। সে সময় তাদের ৫০ হাজার টাকা জরিমানা সাতদিনের মধ্যে ইটিপি স্থাপন করে তরল বর্জ্যের ফলাফল পরিবেশ অধিদপ্তরে দাখিল করার জন্য নির্দেশ দেয়া হয়। এরপর কারখানা কর্তৃপক্ষ ইটিপি স্থাপনের জন্য দুই মাস সময় চেয়ে আবেদন করলেও তারা ইটিপি স্থাপনে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। ফলে চলতি বছরের ১৮ এপ্রিল পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা কারখানাটিতে আবারো সরেজমিন পরিদর্শনকালে আগের চিত্রই পান।

গতকাল কারখানাটিতে অভিযান পরিচালনা করে গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন