বেলার ওয়েবিনারে বক্তারা

বন বিভাগে যথাযথ অর্থায়ন প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব অনুধাবন করে প্রতিবারের মতো গতকাল বিশ্বব্যাপী আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয়। বছর জীববৈচিত্র্য দিবসের প্রতিপাদ্য হলো বিল্ডিং শেয়ারড ফিউচার ফর অল লাইফ উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) গতকাল বিকালে বাংলাদেশে জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব শীর্ষক অনলাইন ওয়েবিনারের আয়োজন করে। এতে এক বক্তা বন বিভাগের যথাযথ অর্থায়নের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন এবং বলেন, প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্পের সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় জোর দিতে বলেছেন।

ওয়েবিনারে আমন্ত্রিত আলোচকদের মধ্যে ছিলেন ডেপুটি চিফ ফরেস্ট কনজারভেটর জাহিদুল কবীর, ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার সিজার রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ওয়াইল্ডটিম প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আনওয়ারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আলিফা বিনতে হক, আইইউসিএনের কান্ট্রি ডিরেক্টর রকিবুল আমিন, আরণ্যক ফাউন্ডেশনের প্রোগ্রাম সমন্বয়কারী আবু হেনা মোস্তফা কামাল, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানসহ আরো অনেকে।

সৈয়দা রিজওয়ানা হাসান জীববৈচিত্র্য সংরক্ষণে আইনি জটিলতাসহ অন্যান্য প্রাসঙ্গিক আইনসংক্রান্ত ব্যাপারে কথা বলেন। এছাড়া বন উজাড়ের হার, দেশীয় মাছ বিলুপ্তিসহ জীববৈচিত্র্য হ্রাস প্রসঙ্গে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন