সিরি আ চ্যাম্পিয়ন এসি মিলান

ক্রীড়া ডেস্ক

ইন্টার মিলানকে ২ পয়েন্টে পেছনে ফেলে ইটালিয়ান সিরি-আ শিরোপা জিতে নিল এসি মিলান। এটা রোজোনারিদের ১৯তম লিগ শিরোপা। 

রোববার রাতে মিলান ৩-০ গোলে সাসুওলোকে হারায়, ইন্টার একই ব্যবধানে হারায় সাম্পদোরিয়াকে। ৩৮ রাউন্ড শেষে এসি মিলানের পয়েন্ট ৮৬, ইন্টারের ৮৪। 

মিলানের হয়ে অলিভিয়ের জিরু দুটি ও কেসি একটি গোল করেন।

১১ বছরের মধ্যে প্রথম শিরোপা জিতল মিলান। এর আগে ২০১১ সালে লিগ শিরোপা জয় করে দলটি। 

বাবা পাওলো (৭) ও দাদা সিজার মালদিনির (৪) পর তৃতীয় প্রজন্ম হিসেবে মিলানের হয়ে লিগ শিরোপা জিতলেন মিডফিল্ডার ড্যানিয়েল মালদিনি। 

ইব্রাহিমোভিচ ৪০ বছর বয়সে শিরোপা জিতলেন। এসি মিলানের সর্বশেষ শিরোপা জয়ী দলে ছিলেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন